<p>দেশের যুবদের উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত। যুবদের মাদকাসক্তির ফলে ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্র পিছিয়ে পরছে। পরিবার ও সমাজে অস্থিরতা অশান্তি সৃস্টি হচ্ছে। সমাজে মূল স্রোত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পরছে এবং কর্মহীন হয়ে পরছে উল্লেখযোগ্য সংখ্যক যুব ও যুব মহিলা। </p>
<p style="margin-left:.25in">সংগঠনের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন হাট-বাজার, মহাবিদ্যালয়, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বস্তি, পাড়া-মহল্লা, গ্রাম, সংগঠনের আঙ্গিনায় মাদক সম্পর্কে মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রতিবেদন প্রদর্শনের মাধ্যমে সচেতনতামূলক অনানুষ্ঠানিক প্রশিক্ষন পরিচালনা ও আলোচনা করে মাদকের কূফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। </p>