<p>ওভারভোল্টেজ ও লাইন কারেন্টের যথাযথ মনিটরিং ব্যবস্থানা থাকায় বিতরণ ট্রান্সফরমার বিকল হয়ে গ্রাহকবৃন্দ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে এবং বিউবো’র/সরকারের আর্থিক ক্ষতিসাধন হচ্ছে।</p>
<p>GPRS সুবিধাসহ AMR System বিতরণ ট্রান্সফরমারের এলটি সাইডে সংযুক্ত করে সার্ভার (Computer, Smart Phone,যেকোন Electric Device)এর সাথে Interlink এর মাধ্যমে বিতরণ ট্রান্সফরমারের বিকল হার কমানো সম্ভব হবে । এতে গ্রাহককগণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবেন । এই সেবা নিশ্চিত করার জন্য online এর মাধ্যমে Data Base এর server এ তথ্য সংরক্ষিত হবে এবং মনিটরিং করা যাবে । Proper মনিটরিং করার পর যদি দেখা যায় যে কোন বিতরণ ট্রান্সফরমার overload এ আছে তখন তাৎক্ষণিকভাবে উক্ত ট্রান্সফরমারের পাশে Load share জন্য উক্ত স্থানে নতুন ট্রান্সফরমার বরাদ্দ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে বর্তমানে বিউবো কর্তৃক সরবরাহকৃত Mobile ট্রান্সফরমারটি বসানো হবে । ফলে overload এ চলমান ট্রান্সফরমারটির সুরক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হইবে।</p>