প্রকল্প সমূহ

ই-সেবার মাধ্যমে বীজ সরবরাহ এবং কৃষকের বীজ প্রাপ্তি নিশ্চিতকরণ
নতুন বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়া সহজীকরন।

Wireless Communication Technology এর সহায়তায় যথাযথ মনিটরিং এর মাধ্যমে ট্রান্সফরমার এর Update Data সংগ্রহকরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>ওভারভোল্টেজ ও লাইন কারেন্টের যথাযথ মনিটরিং ব্যবস্থানা থাকায় বিতরণ ট্রান্সফরমার বিকল হয়ে গ্রাহকবৃন্দ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে এবং বিউবো’র/সরকারের আর্থিক ক্ষতিসাধন হচ্ছে।</p>

<p>GPRS সুবিধাসহ AMR System বিতরণ ট্রান্সফরমারের এলটি সাইডে সংযুক্ত করে সার্ভার (Computer, Smart Phone,যেকোন Electric Device)এর সাথে Interlink এর মাধ্যমে বিতরণ ট্রান্সফরমারের বিকল হার কমানো সম্ভব হবে । এতে গ্রাহককগণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাবেন । এই সেবা নিশ্চিত করার জন্য online এর মাধ্যমে Data Base এর server এ তথ্য সংরক্ষিত হবে এবং মনিটরিং করা যাবে । Proper মনিটরিং করার পর যদি দেখা যায় যে কোন বিতরণ ট্রান্সফরমার overload এ আছে তখন তাৎক্ষণিকভাবে উক্ত ট্রান্সফরমারের পাশে Load share  জন্য উক্ত স্থানে নতুন ট্রান্সফরমার বরাদ্দ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে বর্তমানে বিউবো কর্তৃক সরবরাহকৃত Mobile ট্রান্সফরমারটি বসানো হবে । ফলে overload এ চলমান ট্রান্সফরমারটির সুরক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হইবে।</p>