<p>বরাদ্দকৃত বীজ এলাকায় নির্দিষ্টভাবে না পৌঁছানো এবং কৃষকের বীজ প্রাপ্তির অনিশ্চয়তা, প্রচলিত ব্যাংকিং পদ্ধতির কারণে বীজ সরবরাহ নিতে সময় বেশী লাগা।</p>
<p>এলাকা ভিত্তিতে কৃষকদের কয়েকটি গ্রুপ তৈরি করে প্রত্যেক গ্রুপের গ্রুপ লিডার নির্বাচন, সদর দপ্তর হতে অঞ্চল ওয়ারী বরাদ্দপ্রাপ্তির পর ডিলার ওয়ারী বীজের বিভাজন তৈরি করে তা গ্রুপ লিডারদের নিকট মোবাইল এসএমএস এর মাধ্যমে তথ্য পৌঁছানো । বরাদ্দকৃত বীজের বিপরীতে মূল্য অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত হিসাবে ডিলার কর্তৃক জমা প্রদান এবং নির্ধারিত হিসাবে মূল্য জমা হয়েছে কি না তা ব্যাংক ম্যনেজার মোবাইল এসএমএস এর মাধ্যমে আঞ্চলিক দপ্তর প্রধানকে অবহিত করবে । আঞ্চলিক দপ্তর মূল্য জমা নিশ্চিত হওয়ার পর মোবাইল এসএমএস এর মাধ্যমে বীজ ডিলারকে বীজ সরবরাহ নেওয়ার তারিখ জানাবে এবং একই এসএমএস গ্রুপ লিডারের কাছেও প্রেরণ করবে । বীজ ডিলাররা বীজ সরবরাহ নেওয়ার পর গ্রুপ লিডারকে অবহিত করবেন । বীজ ডিলার কর্তৃক উত্তোলনের সাথে সাথে তা মোবাইল এসএমএস এর মাধ্যমে আঞ্চলিক দপ্তর হতে ফসল ও জাত ভিত্তিক পরিমাণ গ্রুপ লিডারকে জানানো হবে । এলাকার কৃষকরা গ্রুপ লিডারের মাধ্যমে তার এলাকার কোন ডিলার ফসল ও জাত ভিত্তিক কি পরিমাণ বীজ উত্তোলন করেছেন তা জানতে পারবেন । কৃষকরা তার এলাকার ডিলারের কাছ থেকে বীজ পেয়েছেন কি না তা গ্রুপ লিডার মোবাইল এসএমএস এর মাধ্যমে আঞ্চলিক দপ্তরকে অবহিত করবে ।</p> <p> </p>