প্রকল্প সমূহ

অপেক্ষাকৃত কম সময় ও খরচে প্রাকপ্রাথমিক কেন্দ্রে শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়ন
পানির নতুন সংযোগ প্রদানের ক্ষেত্রে অনলাইনে আবেদন পত্র গ্রহন, ডিমান্ড নোট ও সংযোগ অনুমতিপত্র প্রাপ্তি সহজীকরণ ।

অনলাইন পদ্ধতিতে ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্তি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>আবেদনকারী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র (দলিল, পর্চা/নামজারী/খাজনার কপি/ডিসিআর) দাখিল না করা<strong>, </strong>নথি উপস্থাপনে বিলম্ব এবং নথি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ এর ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতির ব্যবহার এর কারণে ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্তিকরণ যথা সময়ে সম্পন্ন হয়না। ফলেনথি নিষ্পত্তির জন্য গ্রহিতাকে অফিসে এসে তদবির করতে হয় এবং নানা ভোগান্তির মূখোমুখি হতে হয়।</p>

<p>•    আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্ট তৈরী করে তা ওয়েবসাইটে আপলোট করা হবে।<br /> •    একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরী করা হবে যাতে আবেদনকারীগণ অনলাইনে দলিল, পর্চা , নামজারী, খাজনার কপি সহ আবেদন করতে পারে।<br /> •    অনলাইনে আবেদনে প্রাপ্তির পর নির্দিষ্ট কর্মকর্তা তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং সংশ্লিষ্ট সুপারভাইজিং কর্মকর্তা ড্যাশবোর্ডে তা মনিটর করবেন।<br /> •    অনুমোদন, অনুমোদন না হলে কি কারণে অনুমোদন হয়নি অর্থাৎ দলিল/ পর্চা/ নামজারী/ খাজনার কপি পুনরায় দাখিল করার অনুরোধ করা হবে।<br /> •    যেকোন ও প্রয়োজনে আবেদনকারী, তদন্তকারী ও সংশ্লিষ্ট সকলকে এসএমএস এর মাধ্যমে তাগিদ প্রদান।<br /> •    আবেদনকারীকে এসএমএস ও ডাকযোগে জ্ঞাত করা।</p> <p> </p>