প্রকল্প সমূহ

অপেক্ষাকৃত কম সময় ও খরচে প্রাকপ্রাথমিক কেন্দ্রে শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়ন
অনলাইন পদ্ধতিতে ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্তি

অপেক্ষাকৃত কম সময় ও খরচে প্রাকপ্রাথমিক কেন্দ্রে শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>সুনামগঞ্জ হাওড়বেষ্টিত জেলা।  বর্ষাকালে গ্রামগুলো  যোগাযোগ  বিচ্ছিন্ন হয়ে পরে। নৌকা ছাড়া গ্রামগুলোতে গমন করা যায় না। প্রাকৃতিক কারনে ছেলেমেয়েরা  লেখাপড়ায় দূর্বল হয়ে যাচ্ছে এবং এতে বিদ্যালয় হতে ঝরে পরার হার বেড়ে যাচ্ছে। </p>

<p><strong>১)</strong> কেন্দ্রস্থাপন সংক্রান্ত  পত্রিকা বিজ্ঞপ্তির আলোকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আবেদনপত্র তেরী , দাখিলের ক্ষেত্রে সুবিধাভোগী ইমামদের সাহা্য্য করা<br /> <strong>২)</strong> একই সময়ে মাঠ পর্যায়ে প্রস্তাবিত কেন্দ্রে শিক্ষার্থী বাছাই কাজ দ্রুত সম্পাদন করা<br /> <strong>৩)</strong> উপজেলা পর্যায়ে  আবেদনকারীর সাক্ষাৎকার দ্রুত গ্রহন করে কেন্দ্র তালিকা তৈরী করে জেলা কার্যালয়ে প্রেরন<br /> <strong>৪)</strong> যথা সময়ে কেন্দ্রে শিক্ষাদান শুরু ও সমাপ্তি করা<br /> <strong>৫)</strong> কেন্দ্রের গুনগত মান অক্ষুন্ন রাখা<br /> <strong>৬)</strong> শিশুদের কম সময়ের মধ্যে অক্ষর শিখানো</p>