প্রকল্প সমূহ

সুন্দরবন ইকোটুরিজমে পর্যটক প্রদানে “On Line” এবং “Apps” সার্ভিস ।
অনলাইনের মাধ্যমে লাইসেন্স ইস্যূ / নবায়ন

অনলাইনের মাধ্যমে লাইসেন্স ইস্যূ / নবায়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>চা ব্যবসার লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনার অভাব এবং কেন্দ্রীভূত ম্যানুয়েল পদ্ধতিতে আবেদন দাখিলের কারণে অনেক অর্থ ও সময় ব্যয় হয়। এতে করে চা ব্যবসায়ীগণ লাইসেন্স ব্যতীত চা ব্যবসায়ে নিয়োজিত হন। এছাড়া বিদ্যমান লাইসেন্স নিয়মিত নবায়নও করা হয় না । ফলশ্রুতিতে সরকার প্রতিবছর রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। অপরপক্ষে স্বল্প সংখ্যক ব্যবসায়ীরা চা ব্যবসায় নিয়ন্ত্রণ করায় প্রতিযোগীতামূলক বাজার সৃষ্টি হচ্ছে না ফলে সাধারণ ভোক্তা  সুলভে মানসম্মত পণ্য (চা) প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছে।</p>

<p><strong>** আইডিয়ার বিবরণঃ</strong><br /> •    ম্যানুয়েল পদ্ধতি/ ওয়েবভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে আবেদনপত্র দাখিলের সাথে সাথে প্রাপ্তি স্বীকার করে আবেদনকারীকে এসএমএস প্রদান।<br /> •    সঠিকভাবে দাখিলকৃত আবেদনকারীকে নির্ধারিত ফি পরিশোধের জন্য এসএমএস প্রদান।<br /> •    আবেদনকারী অনলাইনে/ম্যানুয়ালি ফি পরিশোধ করবেন।<br /> •    অনুমোদন প্রদানের পর আবেদনকারীকে এসএমএস প্রদান।<br /> •    আবেদনকারী নিজ কর্তৃক/ মনোনীত প্রতিনিধি/ রেজিস্টার্ড ডাকযোগে লাইসেন্স গ্রহণ।</p> <p><strong>**  নবায়নের ক্ষেত্রেঃ</strong><br /> •    লাইসেন্সের মেয়াদ শেষ হবার ১ মাস পূর্বে লাইসেন্স গ্রহীতাকে অবহিত করে এসএমএস প্রদান।<br /> •    অনলাইন/ম্যানুয়েল পদ্ধতিতে নবায়ন ফি পরিশোধ।<br /> •    Hot Line ব্যবস্থা করা।<br /> •    আগ্রহী ব্যবসায়ীদের চা লাইসেন্স গ্রহণে উদ্বুদ্ধকরণের জন্য প্রচারণা চালানো।<br /> •    মেয়াদ শেষে সয়ংক্রীয়ভাবে নবায়নবিহীন লাইসেন্স বাতিল হবে এবং সংশ্লিষ্ট পক্ষকে তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।<br />  </p>