প্রকল্প সমূহ

এক ভিজিটে লাইসেন্স প্রদান (License Delivery by Single Visit)
সুন্দরবন ইকোটুরিজমে পর্যটক প্রদানে “On Line” এবং “Apps” সার্ভিস ।

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p style="margin-left:23.25pt">সনাতন পদ্ধতিতে বৃত্তি কার্যক্রম  পরিচালনা করার কারণে প্রার্থীদেরকে স্ব-শরীরে খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে আবেদন করতে হয় । এছাড়া অনেকে সময় অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারে না । বৃত্তি প্রাপ্ত প্রার্থীদেরকে  গিয়ে চেক গ্রহণ করতে হয় , যা কষ্ট সাধ্য, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ।</p> <p style="margin-left:23.25pt"> </p>

<p style="margin-left:23.25pt">সফটওয়্যার তৈরী করে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অফিসের ওয়েব সাইটে, স্থানীয় ও জাতীয় প্রত্রিকায়, জেলা  শিক্ষা অফিসে এবং অফিসের নোটিশ বোর্ডের মাধ্যমে সেবা গ্রহীতাদের অনলাইনে উপবৃত্তি সম্পর্কে  অবগত করা হবে । উপবৃত্তির অনুমোদন সংক্রান্ত তথ্যাদি সেবা গ্রহীতাদের মোবাইল এস এম এস, অফিসের ওয়েব সাইটে, স্থানীয় ও জাতীয় প্রত্রিকায়, জেলা  শিক্ষা অফিসে এবং অফিসের নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে । উপবৃত্তির টাকা সেবা গ্রহীতার ব্যাংক হিসাবে প্রদান করা কবে ।</p>