প্রকল্প সমূহ

সুন্দরবন ইকোটুরিজমে পর্যটক প্রদানে “On Line” এবং “Apps” সার্ভিস ।
পানির নতুন সংযোগ প্রদানের ক্ষেত্রে অনলাইনে আবেদন পত্র গ্রহন, ডিমান্ড নোট ও সংযোগ অনুমতিপত্র প্রাপ্তি সহজীকরণ ।

উৎপাদিত বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে দ্রুত অপসারণ ও আয়বর্ধন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>জনগণের অসচেতনতা/ আগ্রহের অভাবে বর্জ্য <strong>segregation </strong> না হওয়ায় একটি নির্দিষ্ট পরিমাণ বর্জ্য অপসারণ করা যায় না। পরিবহণ ও জনবল স্বল্পতাও এর মূল কারণে। এর ফলে পরিবেশের ক্ষতি সহ <strong>DNCC-</strong>র সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যাচ্ছেনা।</p>

<p>ডাটাবেইজ তৈরি (House hold, PCSP)</p> <p>লিফলেট (লেমিনেটেড),ডাস্টবিন , টিভি স্ক্রল এর মাধ্যমে প্রচারণা/ সচেতনতা বৃদ্ধি করা।</p> <p>Household/ কল্যাণ সমিতি/ এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা- লিফলেট বিতরণ।</p> <p>Household কে ১টি অতিরিক্ত বিন সংগ্রহে উদ্বুদ্ধকরণ/নিশ্চিতকরণ।</p> <p>প্রতিদিন PCSP পচনশীল দ্রব্য সংগ্রহ করে STS- এ পৌঁছে দেয়ার ব্যবস্থা।</p> <p>সোম, বুধ, শনিবার PCSP একটি অতিরিক্ত  ট্রিপের মাধ্যমে অপচনশীল বর্জ্য সংগ্রহ করে  সংশ্লিষ্ট ভাঙ্গারি দোকানে বিক্রির ব্যবস্থা।  </p>