<p>ইমারত নির্মাণ অনুমোদনের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের ফলে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ে, দূর্নীতির সুযোগ তৈরি হয় এবং দালাল এর দৌরত্ব বেড়ে যায়।</p>
<p>১। আবেদন পত্র ক্রয়ের সময় গ্রাহককে ১টি চেক লিস্ট ও নির্মাণ অনুমোদন প্রক্রিয়ার একটি তালিকা দেওয়া হবে।<br /> ২। জমা প্রদানের সাথে ডাটা এন্ট্রি সম্পন্ন হবে এবং এসএমএস- এর মাধ্যমে আবেদনপত্রের ফাইল নম্বর গ্রাহকে জানিয়ে দেওয়া হবে।<br /> ৩। জমা প্রদানের ১৫ দিনের মধ্যে তার আবেদন পত্র পরীক্ষা নিরীক্ষা পূর্বক এসএমএস- এর মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে। পরর্বতীতে BC কমিটিতে নথি উপস্থাপনের তারিখ জানিয়ে দেওয়া হবে। সর্বশেষ কমিটির সিদ্ধান্ত এসএমএস – এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।<br /> ৪। এক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীর নথি নিষ্পত্তির/পরীক্ষার সময় সীমা নির্ধারন করে দেওয়া হবে।</p>