<p>গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতি,সাধারণ ব্যবসায়ীদের সচেতনতা সৃষ্টি এবং বিভাগীয় ই-সার্ভিস না থাকা ।সচেতনতা মূলক কার্যক্রম চালু থাকলেও মাঠ পর্যায়ে তা পর্যাপ্ত না।পাশাপাশি দালালদের প্রবণতা থাকে, ফলে সাধারণ ব্যবসায়ীরা যথাসময়ে সেবা না পেয়ে হতাশ হন এবং বাহিনীর দূর্নাম করে থাকেন। </p>
<p style="margin-left:.25in">ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর হতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে (one stop service)-এর মাধ্যমে ভিজিট কমিয়ে মাত্র ১বার ভিজিটেই অনলাইন ও এস এম এস ভিত্তিক লাইসেন্স সেবা প্রদান।</p>