<table align="center" border="" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td style="height:38px; width:313px"> <p><strong>বিদ্যমান সমস্যা </strong></p> </td> <td style="height:38px; width:362px"> <p><strong>সমস্যার মূল কারণ</strong></p> </td> </tr> <tr> <td style="height:37px; width:313px"> <p>যুব প্রশিক্ষণ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ আয়োজন এবং প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য/সুফল সম্পর্কে অজ্ঞতা।</p> </td> <td style="height:37px; width:362px"> <p>বেকারত্বের কারণে ব্যক্তিগত/পারিবারিক হতাশা, প্রত্যন্ত অঞ্চলে অবস্থান, আবেদন প্রক্রিয়ায় অনেক ধাপ অনুসরণের বাধ্যবাধকতা, তথ্য প্রাপ্তিতে সহজ লভ্যতার অভাব।</p> </td> </tr> <tr> <td style="height:60px; width:313px"> <p> আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণার্থী নির্বাচন প্রক্রিয়া সময়, খরচ ও যাতায়াত বেশি হওয়া।</p> </td> <td style="height:60px; width:362px"> <p>প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হওয়ার আগেই ছবি, ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব/জাতীয়তা‘র সনদের ফটোকপি করা, সত্যায়ন করে জমা প্রদান/গ্রহণ করা।</p> </td> </tr> <tr> <td style="height:40px; width:313px"> <p>কর্মসংস্থানের জন্য এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট ট্রেড/ক্ষেত্র চিহ্নিত করতে না পারা।</p> </td> <td style="height:40px; width:362px"> <p>হতাশা, অজ্ঞতা এবং প্রয়োজনীয় তথ্যের অভাব।</p> </td> </tr> <tr> <td style="height:41px; width:313px"> <p>যুগোপযোগী ও কর্মসংস্থান উপযোগী ট্রেড নির্বাচনে যুবদের সক্ষমতা ও উদ্যোগের অভাব।</p> </td> <td style="height:41px; width:362px"> <p>সেবা /প্রদানের গতানুগতিক ধ্যান-ধারণা।</p> <p>অন্যকে অনুসরণের মানসিকতা।</p> </td> </tr> <tr> <td style="height:61px; width:313px"> <p>প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাৎক্ষণিক ভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত না হওয়া।</p> </td> <td style="height:61px; width:362px"> <p>যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান/গ্রহণ না করা।</p> <p>প্রকল্প গ্রহণে দিকনির্দেশনার অভাব/অনাগ্রহতা।</p> <p>অর্থের উৎস চিহ্নিত করতে না পারা।</p> </td> </tr> </tbody> </table>
<p>আত্মকর্মী সৃজনের লক্ষ্যে যুব প্রশিক্ষণ অধিকতর বাস্তব উপযোগীকরণ এবং আবেদন প্রক্রিয়া সহজীকরণ (V.11.0)।</p>