<p>প্রকল্প গ্রামের ৬০% সেবাগ্রহীতা ঋণ নেওয়ার পর ১০০% ঋণ পরিশোধ করেও নীতিমালা অনু্যায়ী দলীয় আদায় (৮০-১০০)% না হওয়ায় সেবাগ্রহীতারা পুনরায় ঋণ গ্রহন করে তাদের দারিদ্রতা বিমোচন করতে পারছেনা।</p>
<p>যে সকল সেবাগ্রহীতাদের ঋণের টাকা ১০০% পরিশোধ হবে তাদের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের জন্য উপজেলা কমিটির অগ্রীম অনুমোদন গ্রহনপুর্বক ব্যক্তিপর্যায়ে ১০০% আদায় সাপেক্ষে সেবাগ্রহীতাদের মাঝে দ্রুত পুনঃবিনিয়োগ করা।<br /> ১০০% আদায় সাপেক্ষে দ্রুত গ্রাম কমিটির সুপারিশ আনয়ন।</p>