প্রকল্প সমূহ

বয়ো: সন্ধিতে লজ্জা নাই প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা চাই
পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ সেবা গ্রহীতাদের মাঝে স্বল্পসময়ে পুনঃবিনিয়োগ নিশ্চিতকরণ

চিহ্নিত গ্রামের বেকার যুবদের তালিকাভূক্তি (ডাটাবেজ) সহজীকরণ।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>উপজেলার বিভিন্ন গ্রামে তথ্যের অভাব<strong>, </strong>বিভিন্ন ধরনের কর্মমুখী প্রশিক্ষণের ও বেকার যুবদের ডাটাবেজ না করার কারনে কর্মসৃজনে আগ্রহী না হওয়ায় সাবলম্বী হতে পাছেনা। এ কারনে বেকার যুবরা কর্মবিমুখ হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এবং আর্থিকভাবে ক্ষতির সম্মখিন হচ্ছে।</p>

<p>আবেদন ফরম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র যুব সংগঠন, ক্লাব, সমিতি, উঠানবৈঠক ও কেবল টিভির মাধ্যমে বহুল প্রচার করে যুবদের সটেতন ও উদ্বুদ্ধ করে এর মাধ্যমে তালিকাভূক্তি করন।</p> <p>সরেজমিনে জরিপের মাধ্যমে বেকার যুবদের তালিকা প্রনয়ন।</p> <p>তালিকা মোতাবেক ডাটাবেজ তৈরী।</p> <p>আলোচনা সাপেক্ষে স্থানীয় যুব দের চহিদা অনুযায়ী প্রশিক্ষণ নির্ধারণ ও প্রশিক্ষণ প্রদান।</p> <p> </p>