প্রকল্প সমূহ

অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়
বয়ো: সন্ধিতে লজ্জা নাই প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা চাই

বয়ো: সন্ধিতে লজ্জা নাই প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা চাই


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>বয়ো সন্ধিকালে স্কুলের (৬ষ্ঠ-১০ম শ্রেনী) মেয়েদের বিভিন্ন শারীরিক পরিবর্তন হয় এবং তাদের অজ্ঞতার কারনে (প্রজনন স্বাস্থ্যজনিত) বা এই পরিবর্তন গুলোকে রোগ হিসেবে ভাবে এবং নিজেদেরকে  গুটিয়ে রাখে। স্কুলে যেতে চায়না।খেলাধুলা থেকে বিরত থাকে। পরিবারের সাথে সহজে মিশতে চায় না।সামাজিক কুসংস্কার, জ্ঞানহিনতা, সংকীণর্তাসহ বিবিধ কারনে এ সমস্যা দেখা দেয়।</p>

<p style="margin-left:.25in">প্রজনন স্বাস্থ্য বলতে সেই স্বাস্থ্যকে বোঝায় যার মাধ্যমে মানুষ সুস্থ ও নিরাপদ জীবন নির্বাহ করতে পারে। যেহেতু বয়ো সন্ধিকালে মেয়েদের বিভিন্ন শারীরিক পরিবত©ন হয় এবং তাদের অজ্ঞতার কারনে (প্রজনন স্বাস্থ্যজনিত) বা এই পরিবত©ন গুলোকে রোগ হিসেবে ভাবে এবং নিজেদেরকে  গুটিয়ে রাখে। স্কুলে যেতে চাইনা খেলাধুলা থেকে বিরত রাখে পরিবারের সাথে সহজে মিশতে চাইনা চিহ্নিত স্কুলের (৬ষ্ঠ-১০ম শ্রেনী) বালিকাদেরগঠিত রিসোস© টিমের মাধ্যমে বয়ো: সন্ধিকালে শারীরিক পরিবত©ন, করনীয় বিষয়ে সকলকে অবহিত করা যাবে। ফলে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সাথে স্বাস্থ্য সম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে। পরবর্তীতে (এই সেবা দেওয়ার তাদের মধ্যে কি পরিবত©ন আসছে তা ফলোআপ করা হবে।)</p>