প্রকল্প সমূহ

দুঃস্থ রোগীদের সেবা সহজীকরণ
বয়ো: সন্ধিতে লজ্জা নাই প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা চাই

অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>উপজেলার হোল্ডিংধারী ভূমির প্রকৃত মালিকগণ কর্তৃক ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় কর নির্ধারণ ও পরিশোধ সংক্রান্ত বিষয়ে ভূমি অফিসের অব্যবস্থাপনা ও অসহযোগিতার কারণে সেবা গ্রহীতা ভোগান্তির শিকার হচ্ছে।</p>

<p>একটি সহজ ওয়েবসাইটের মাধ্যমে পাইলটিং এলাকার মৌজাভিত্তিক ভূমি উন্নয়ণ করের তথ্য ডাটাবেস আকারে প্রকাশ করা হবে যার মাধ্যমে ভূমি উন্নয়ণ কর পরিশোধ করা যাবে। সেবা গ্রহীতা ঘরে বসে বা নিকটস্থ UDC এর মাধ্যমে নির্দিষ্ট তথ্য ইনপুট করে দাখিলার একটি প্রাথমিক সফটকপি পেয়ে যাবেন যাতে নির্দিষ্ট কোডে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করার নির্দেশনা থাকবে। টাকা জমাদানের পর ফিরতি বার্তার মাধ্যমে প্রাপ্ত কোড সাবমিট করার পর চূড়ান্ত দাখিলা পেয়ে যাবেন (যা প্রিন্ট করে রাখতে পারেন প্রয়োজনে) যার নোটিফিকেশন AC(Land)/ULAO/ULSAO এর কাছে পৌছে যাবে। পরবর্তীতে দিন শেষে তলববাকী রেজিস্টার সংশোধনপূর্বক দাখিলার মূল কপি দেয়া যেতে পারে।</p>