<p>সেবাটি আর্থিক বছরের শেষের দিকে তড়িঘড়ি করে শিক্ষা অফিসের মাধ্যমে পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের মধ্যে গড় পড়তা সমান হারে বিতরণ করায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পায়না। ফলশ্রুতিতে অর্থ কষ্টের কারনে তাদের পড়ালেখা বন্ধ হয়। ঝরে পড়ার হার বৃধি পায় এবং বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভব হয়।</p>
<p>সেবাটি বহুল প্রচারের জন্য বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকা উপজেলার হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায়, স্থানীয় ক্যাবল টিভি, ওয়েব পোর্টাল এবং উপজেলার সকল জনপ্রতিনিধি ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আয়োজিত সভায় অবহিত করা হবে। প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি আবেদপত্র প্রস্তুত করা হবে। উক্ত আবেদনটি প্রয়োজনীয় তথ্যাদি পূরণ পূর্বক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠনে প্রধানের প্রত্যয়নপত্র সহ সরাসরি উপজেলা পরিষদ / নির্বাহী অফিসারের কার্যালয়ে সরাসরি, অন লাইনে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠনের প্রধানের মাধ্যমে দাখিল করা যাবে। প্রাপ্ত আবেদপত্র সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সমন্বয়ে একটি যাচাই বাছাই কমিটি কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই বাছাই পূর্বক উপজেলা নিবাহী অফিসারের নিকট সুপারিশ আকারে প্রতিবেদন নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের মাসিক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। পরিষদ কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন পত্রে উল্লেখিত মোবাইল এসএমএস এর মাধ্যমে বৃত্তি প্রাপ্তির বিষয়টি এবং কোথায় কত টাকা কখন কিভাবে দেয়া হবে তা জানিয়ে দেয়া হবে। নির্ধারিত দিন ও সময়ের পূর্বে চেক ইসু করা হবে। যা সুবিধামত সময়ে এসে বৃত্তি প্রাপ্তরা নিতে পারবে।</p>