প্রকল্প সমূহ

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান নিশ্চিতকরন।
উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে অসচ্ছল মেধাবী শিক্ষাথীদের বৃত্তি প্রদান সহজীকরণ

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান নিশ্চিতকরন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>প্রবাসী কমীর মেধাবী সন্তানদের যথসময়ে অবহিত করা সম্ভব হয় না। ম্যানুয়াল পদ্ধতি গ্রহণ করায় বিজ্ঞপ্তি সম্পকে সকলে জানতে পারেনা। পূনাঙ্গ ডাটাবেইজ না থাকায় অন্য কোন পদ্ধতি গ্রহণ করা যায় না । শিক্ষাথীরা শিক্ষা বৃত্তি হতে বঞ্চিত হয়। বিশেষ করে প্রবাসে মৃত কমীর সন্তানেরা আথিক সংকটের কারনে অনেকেই ঝরে পড়ে অথবা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারে না।</p>

<p style="margin-left:.25in">ক. ১ম বছর : জেলা এবং উপজেলা প্রশাসন এবং শিক্ষা অফিসের সহযোগিতায় জেলা কম©সংস্থান ও জনশক্তি অফিসারের উদ্যোগে একটি নির্দিষ্ট এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান হবে ঐ প্রতিষ্ঠনগুলোতে সব শ্রেনীতে অধ্যয়নরত প্রবাসে কম©রত  ও প্রবাসে মৃত কর্মীর সন্তানদের তথ্য নমুনা ফরমের মাধ্যমে সংগ্রহ এবং শ্রেণী ভিত্তিক বিন্যাসকরণ এবং ডাটাবেজ তৈরী আপডেট করন।</p> <p style="margin-left:.25in">খ. শিক্ষাবৃত্তির সার্কুলার জারির ভিত্তিতে সংশ্লিষ্ট ও প্রযোজ্য শিক্ষার্থীগণকে এসএমএস এর মাধ্যমে অবহিত করন। (ইউডিসি তে সার্কুলার ও নমুনা ফরম ইমেইল এবং শিক্ষর্থীগণকে সেখান হতে সংগ্রহের নির্দেশনা ও এসএমএস এর মাধ্যমে অবহিতকরণ)</p> <p style="margin-left:.25in">গ. পরবর্তী বছর গুলোতে : ১ম শ্রেনী, ৬ষ্ঠ শ্রেণী, একাদশ শ্রেণী, অনাস© প্রথম বষ©, সম্মান এবং অন্য কোন শ্রেনীতে বাইরে হতে আগত ও ভর্তি প্রবাসী কর্মীর বা প্রবাসের মৃত কর্মীর সন্তানদের তথ্য সংগ্রহ ও সমন্বয়।</p> <p style="margin-left:.25in">ঘ. আবেদন গ্রহন, যাচাইবাছাই (তদন্ত প্রয়োজন হবে না) এবং প্রধান কার্যালয়ে প্রেরণ।</p> <p style="margin-left:.25in">ঙ. প্রধান কার্যালয়ে চুড়ান্ত নির্বাচন, চেকইস্যু এবং জেলা অফিসে প্রেরণ।</p> <p style="margin-left:.25in">চ. জেলা জনশক্তি অফিস হতে এসএমএস/মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীগণকে অবহিত করন ও বিতরণ।</p> <p style="margin-left:.25in"> </p> <p style="margin-left:.25in">আইডিয়াটি সাসটেন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রবাসে গমনেচ্ছু নতুন কর্মীগনের নাম নিবন্ধন ও বিদেশে গমনের সময় তাদের পরিবারের পূনা©ঙ্গ তথ্য Bmet সার্ভারে Incorporate করার জন্য বিদ্যমান নিবন্ধ ফরম ও সংশ্লিষ্ট ফিল্ড গুলোতে পরিবত©ন ও সংযোজন।</p> <p style="margin-left:.25in"> </p> <p style="margin-left:.25in">ভিশন : অভিবাসী কর্মী তাদের পরিবার ও সন্তানদের সামজিক দৃষ্টিভঙ্গির পরিবত©ন, অভিবাসী এবং বাংলাদেশে কম©রত চাকুরীজীবীর সন্তানদের শিক্ষা কায©ক্রমমের তুলনামূলক চিত্র পর্যালোচনা এবং প্রবাসে কম©রত/প্রবাসে মৃত কর্মীর সন্তানদের শ্রম সাধ্য কজের (দেশে/বিদেশে) পরিবর্তে সম্মানজনক কর্মে (দেশে/বিদেশে)।</p> <p style="margin-left:.25in"> </p> <p style="margin-left:.25in">মিশন ১ : প্রবাসে কম©রত/প্রবাসে মৃত কর্মীর সন্তানদেরকে শিক্ষা জীবনের শুরু হতে কাউন্সিলিং এবং ভবিষ্যত পরিকল্পনা গ্রহনে সহায়ক এবং সাসটেন করার জন্য মনিটরিং এ রাখা।</p> <p style="margin-left:.25in">মিশন ২ : শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণকে তাঁদের স্কুলে অধ্যয়নরত ছেলে মেয়েদের  লেখাপড়ার বিষয়ে বিশেষভাবে নজরদারীর জন্য অনুরোধ করা।</p> <p style="margin-left:.25in">মিশন-৩ : পিতা/মাতার যেকোন দূর্ঘটনায় শিক্ষার্থীদেরকে মানসিক ও আর্থিক সাপীর্ট প্রদানের মাধ্যমে ঝড়ে পড়া রোধ করার মাধ্যমে জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সহায়তা করা।</p> <p>মিশন ৪- : সার্বিকভাবে শিক্ষার্থীদের মধ্যে উন্নত জীবনবোধ, নিজেদেরকে সমাজের সম্মানজনক অবস্থানে দেখার স্থান দেখানো।</p>