প্রকল্প সমূহ

প্রচলিত সেবার ধাপ ও দালালের দৌরাত্ব হ্রাসের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুততম সময়ে নকল সরবরাহ
সাময়িক পতিত জমিতে জাত ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে শস্যের নিবীড়তা বৃদ্ধিতে “রবিবারের কৃষি”।

প্রশিক্ষণ গ্রহণ শেষে আত্মকর্মী সৃজনের লক্ষ্যে বিভিন্ন সবো ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রশিক্ষিত যুবদের সংযোগ স্থাপন এবং আত্মকর্মসংস্থান নিশ্চিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>প্রকল্প গ্রহণে পুজির অভাব। প্রশিক্ষণ শেষে একজন প্রশিক্ষণার্থী যুব কে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিতে হলে মূল দলিল<strong>/</strong>পর্চা দাখিল করতে হয়। অনেক প্রশিক্ষিত যুব’র মূল দলিল থাকেনা হালনাগাদ খাজনা প্রদানের রশিদ সংগ্রহ অনেক কষ্ট সাধ্য ও ব্যয় বহুল।</p>

<p>শিক্ষণ কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য কণিকা অনলাইনে সরবরাহ ও প্রশিক্ষণার্থীদের কাছ থেকে প্রশিক্ষণের আবেদন অনলাইনে গ্রহণ</p>