<p>ICT Device সচল না থাকা, নিরবিচ্ছন্ন বিদ্যুতের অভাব, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর কৌশল প্রয়োগে অনিহা ও দুর্বল মনিটরিং ব্যবস্থার করণে শিক্ষাথীরা কাক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না এবং অভিভাবক বৃন্দ তাদের সন্তানদের নিয়ে নানা রকম সমস্যায় পরছে।যার ফলে প্রাথমিক শিক্ষার লক্ষ্য মারত্মক ভাবে ব্যাহত হচ্ছে.</p>
<p>১।চলমান পাঠদান কৌশল পরিদর্শন পূর্বক মাল্টিমিডায়ার সাহায্যে পাঠদানের জন্য existing resource ও সমস্যা চিহ্নিত করণ। </p> <p>২।বিদ্যালয় ভিত্তিক advocacy সভা করা।সভায় অংশগ্রহন করবে শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটি,সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।</p> <p>৩।সভায় একটি কমিটি গঠন করা হবে যার নাম হবে ডিজিটাল ক্লাশ মনিটরিং কমিটি-সহকারী শিক্ষা অফিসার-আহ্ববায়ক।</p> <p>-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি-সদস্য।</p> <p>-মহিলা শিক্ষানুরাগী সদস্য।</p> <p>-অভিভাবক সদস্য(যিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন)-প্রধান শিক্ষক</p> <p>৪।বিদ্যালয়ের একটি কক্ষ মাল্টিমিডিয়ার জন্য নির্ধারন পূর্বক পুস্তত করা।</p> <p>৫।ডিজিটাল content তৈরির জন্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের দ্বারা অন্যান্য শিক্ষকদের In-house প্রশিক্ষণের ব্যবস্থা করা।</p> <p>৬।প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা digital content যা চলমান তা শতভাগ করার লক্ষ্যে তাদের কাছে target দিয়ে content তৈরি করে IURC-এর কাছে অনুমোদন নেয়া।</p> <p>৭।Aueo,IURC এবং Ueo এর ডিজিটাল ক্লাশ পরিদর্শন পরিকল্পনা আগে থেকেই বিদ্যালয়ে সরবরাহ করা।</p> <p>৮।বিদ্যালয় ভিত্তিক ডিজিটাল ক্লাশ মনিটরিং কমিটির ব্যবস্থা থাকবে।যারা google form এর মাধ্যমে UEO এর কাছে রিপোর্ট প্রদান করবে। </p> <p>৯।বিদ্যালয় ভিত্তিক উপজেলায় একটি digital class evaluation and reflection থাকবে যেখানে প্রতিদিন কোন বিদ্যালয়ে কতটি ডিজিটাল ক্লাশ হয়েছে তার রেকর্ড থাকবে।</p> <p>১০।মূল রুটিনের সাথে সমন্বয় পূর্বক ডিজিটাল content এর পৃথক ক্লাশ রুটিন থাকবে যা URC কৃর্তক অনুমোদিত হবে। </p> <p>১১।উপজেলা টিচার পোর্টালে সংযুক্ত বিদ্যালয়ের ছবি ও content upload করা যাবে।</p>