প্রকল্প সমূহ

ই-সেবার মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগ ও এডহক কমিটিতে অভিভাবক সদস্য মনোনয়নের আবেদন দ্রুত নিষ্পত্তিকরণ
ডিজিটাল content তৈরি করে মাল্টিমিডায়ার সাহায্য শ্রেণী পাঠদান কে আকর্ষনীয় ও ফলপ্রসূ করা।

নির্বিঘ্ন ও নিরাপদ বিদেশ গমন ও প্রবাসীদের সেবা সুরক্ষা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিদেশ গমনেচ্ছুদের সরকারী অফিসের কার্যক্রম সম্পর্কে অজ্ঞতা, অসচেতনতা, উদাসীনতা, তথ্যের অভাব, জবাবদিহিতার অভাব, দক্ষ জনবলের অভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ  এবং দালাল দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। </p>

<p>১। সচেতনতা সৃষ্টি-ভিডিও প্রদর্শনী, ক্যাবল অপারেটর, লিফলেট, ব্যানার, মাইকিং, পথ নাটক, জারী গান, NGO, উঠান বৈঠক ও সরকারি নিবন্ধনকৃত সমিতির উঠান বৈঠকের মাধ্যমে।</p> <p>২। UDC-তে আবেদন গ্রহণ ও check list অনুযায়ী যাচাই।</p> <p>৩। আবেদন অনলাইন ও অফলাইনে ইউএনও বরাবর প্রেরণ।</p> <p>৪। আবেদনকারী বরাবর sms প্রেরণ।</p> <p>৫। ইউএনও অফিসে online এ রিসিভ ও কাগজ পত্র যাচাই।</p> <p>৬। কাগজপত্র জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোতে প্রেরণ এবং অনলাইনে আবদেনকারীকে ফিডব্যাক প্রদান।</p> <p>৭। বিদেশে মারা গেলে প্রবাসীদের লাশ ফেরত আনার বিষয়ে সহযোগীতা প্রদান।</p> <p>৬। প্রবাসীদের কষ্টার্জিত টাকা পরিবারের আয় বর্ধক কাজে ব্যবহার এবং ইউনিয়ন ভিত্তিক সমিতি গঠন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।</p> <p>৬। এলাকা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।</p> <p>৭। প্রধান অভিভাবকের অনুপস্থিতিতে সন্তানদের লেখাপড়া নিশ্চিত করণ ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য প্রশিক্ষণ দেয়া।</p>