প্রকল্প সমূহ

আপত্তি কেস শুনানীতে ই-সার্ভিসের ব্যবহার।
শিক্ষকগণের ছুটি অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ

শিশু জরিপ ও শতভাগ ভর্তি নিশ্চিত করণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>শিশু জরিপ সম্পন্ন হলেও কোন শিশু কোথায় ভর্তি হয়, তা সংরক্ষণ করা হয় না। অনেক সময় এনজিও প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো লোভনীয় অফার দিয়ে সরকারী বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীকে তাদের বিদ্যালয়েও ভর্তি করায় বা ভর্তি দেখায়। অনেক সময় অভিভাবক জন্ম তারিখ অথবা নাম পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে । বাস্তবে উপজেলা শিক্ষা অফিস এ সংরক্ষিত তথ্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর তথ্যে মিল নাই।</p>

<p style="margin-left:18.0pt">এলাকার ০+ হতে ১৪+ বছর বয়সী সকল শিশুর জরিপ সম্পন্নের পর প্রত্যেক শিশুর জন্য আলাদা আলাদা আইডি নম্বর সম্বলিত একটি</p> <p style="margin-left:18.0pt">তথ্যভান্ডার গড়ে তোলা হবে।উক্ত নম্বরের ভিত্তিতে তাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হবে। মাদার স্কুল এর ক্যাচমেন্ট এলাকায় সকল</p> <p style="margin-left:18.0pt">ভর্তি যোগ্য শিশুর তথ্য মনিটরপূর্বক ভর্তির ক্ষেত্রে বিদ্যমান ডুপ্লিকেশন প্রতিরোধ করাহবে। এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তির</p> <p style="margin-left:18.0pt">ক্ষেত্রে আইডি নম্বরসহ ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হবে। কোনও শিশু ভর্তিযোগ্য হওয়ার সাথে সাথে তার বাবা মার সাথে ব্যক্তিগত</p> <p style="margin-left:18.0pt">যোগাযোগের পাশাপাশি এসএমএস প্রদান করা হবে।</p> <p style="margin-left:18.0pt">প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের তথ্য হালনাগাদ করা হবে। এছাড়া সারা বছর ছাত্র-ছাত্রী, অভিভাবক, গ্রাম পুলিশসহ</p> <p style="margin-left:18.0pt">সকলের সহাযতায় সংশ্লিষ্ট ক্যাচমেন্ট এলাকায় জন্মগ্রহণকারী সকল শিশুর তথ্য সংগ্রহপূর্বক তথ্যভান্ডার করা হবে।</p>