<p>প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও গনিত বিষয়ে দুর্বল শিক্ষক ও পাঠ্যবই সম্পর্কে শিক্ষকের অস্পষ্টতার কারণে ছাত্র-ছাত্রীরা শ্রেণীতে পাঠগ্রহনে আগ্রহ হারিয়ে ফেলে । ফলে তাদের মাঝে প্রাইভেট পড়ার প্রবনতা বৃদ্ধি পায় ও শ্রেণীতে উপস্থিতি কম হয় । সর্বোপরি অনেক শিক্ষার্থী শিক্ষা ঝড়ে পরে ।</p>
<p>উপজেলা URC থেকে ইংরেজী ও গণিত বিষয়ে মাস্টার ট্রেইনারদের তালিকা সংগ্রহ। । AUEO দের সহযোগিতায় প্রতিটি ক্লাষ্টার থেকে ২ জন করে (ইংরেজী ও গণিত বিষয়ে) শিক্ষক নির্বাচন। মাস্টার ট্রেইনার ও নির্বাচিত শিক্ষকদের মাঝে নতুন বই বিতরণ করে সংযোজিত নতুন অধ্যায় সম্পর্কে প্রতিবেদন তৈরী ও প্রশিক্ষণ ডিজাইন তৈরী করা। AUEO দের সহযোগিতায় প্রশিক্ষণার্থী তালিকা সংগ্রহ করা। উপজেলা ইনোভেশন টিম ও ডিপিও মহোদয়কে প্রশিক্ষণের বিষয়, তারিখ ও ভেন্যু সম্পর্কে অবহিত করা।</p> <p>সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্থানীয়ভাবে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা। শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ দেয়া। প্রশিক্ষণের ফলোআপ, মনিটরিং, প্রয়োজনীয় ফিডব্যাক ও প্রয়োজনে পূণ: প্রশিক্ষণের পরামর্শ প্রদান</p>