<p>বালাইনাশক তৈরি করার কোনো প্রতিষ্ঠান নাই বলে ভেষজ বালাইনাশক সহজলভ্য নয় (কিনতে পাওয়া যায় না)ফলে কৃ্ষকরা তাদের চাহিদা অনুযায়ী ভেষজ বালাইনাশক না পাওয়ায় কৃত্রিম বালাইনাশকের ব্যবহার করে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে যায় । </p>
<p>কৃষকদের ভেষজ বালাইনাশক তৈরির কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া ও ভেষজ বালাইনাশক তৈরির জন্য একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি করা এবং কৃষকের চাহিদা মাফিক ভেষজ বালাইনাশক সরবরাহ করা ।</p>