<p><u>বিদ্যমান সমস্যা</u><br /> আবেদন ফরম কোথায় পাওয়া যাবে সেটার অজ্ঞতা<br /> কাজ কবে সম্পাদিত হবে সেটা না জানা থাকা</p> <p><u>সমস্যার মূল কারণ</u><br /> কোন নির্দিষ্ট ফরম/ফরমেট না থাকা<br /> স্বয়ংক্রিয় ফিডব্যাক ব্যবস্থা না থাকা</p> <p><strong>সমস্যার বিবৃতি: </strong>আবেদন ফরম কোথায় পাওয়া যাবে এবং কবে নাগাদ কাজ সম্পাদিত হবে সেটা জানতে অহেতুক ভোগান্তি পোহাতে হয় । </p>
<p>১। আবেদনের নির্ধারিত ফরম প্রস্তুত করা ।<br /> ২। পেরীফেরিকৃত হাট-বাজারের চান্দিনা ভিটির প্লট টু ভিত্তিক স্কেচম্যাপসহ ডাটাবেইজ প্রস্তুত করা ।<br /> ৩। প্রতিটি হাট-বাজারে চান্দিনা ভিটির লাইসেন্স গ্রহীতাদের ডাটাবেইজ প্রস্তুতকরণ ।<br /> ৪। অনলাইনে আবেদন গ্রহণ ও Feedback ব্যবস্থার সফটওয়্যার প্রস্তুত করা ।<br /> ৫। UISC বা যেকোন স্থান থেকে আবেদন করার ব্যবস্থা থাকবে ।<br /> ৬। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা-প্রদান হবে ।<br /> ৭। ডাকযোগে DCR প্রেরণের ব্যবস্থা তৈরি ।</p>