প্রকল্প সমূহ

নলকুপ মেরামত সহজীকরণ
Dinamic Database হতে বয়স্ক ভাতাভোগী নির্বাচন এবং Mobile Banking এর মাধ্যমে ভাতার অর্থ বিতরণ।

অবহেলিত জনগোষ্টিকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা ও প্রশিক্ষণ প্রদান করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>অবহেলিত বেকার যুব ও যুব মহিলাদের তালিকা না থাকা।</p> <p>অজ্ঞতা, অসচেতনতা নিজেদেরকে অন্যজাতি গোষ্ঠী মনে করা ।</p> <p>সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের কার্যাদি সম্পর্কে ধারণা না থাকা ।</p> <p>অবহেলিত জনগোষ্ঠীকে সেবা প্রদানে অসহযোগিতা করা ।</p> <p>যথাযথ মূল্যায়ন না করা ।</p> <p>প্রতিবন্ধকতা সৃষ্টি করা ।</p> <p>সমাজে মূলস্রোতধারায় ফিরিয়ে আনতে কোন কার্যক্রম না থাকা ।</p>

<p>মূল স্রোত ধারায় ফিরিয়ে আনতে সহযোগীতা করা।</p> <p>তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আচারণের পরিবর্তন আনা।</p> <p>দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা।</p> <p>কর্মসংস্থানের ব্যবস্থা করা।</p> <p>সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।</p> <p>স্থান ও সময় নির্বাচন পূর্বক  সিডিউল মোতাবেক প্রশিক্ষণ কার্যক্রম  শুরু করা(সরাসরি/এসএমএস/ মোবাইল/ সংগঠনের  মাধ্যমে সেবা গ্রহীতাকে জানিয়ে দেওয়া ।</p> <p>অর্থ প্রাপ্তিতে নিজ দপ্ত্রর ব্যতীত অন্যান্য সেবা/ঋন প্রদান কারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনে সহযোগিতা করা।</p> <p>উৎপাদিত পন্য বাজারজাত করণে সহয়তা করা।</p> <p>মনিটরিং করা।</p>