<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">গৃহস্থালির রান্নার জ্বালানি, গাড়ীর ইঞ্জিনের জ্বালানি, ওয়েল্ডিং ইত্যাদিতে প্রতিনিয়ত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পর্যাপ্ত নয় এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে পরিবেশের ভারসম্যও বিনষ্ট হচ্ছে। তাই আমাদের বিকল্প জ্বালানির ব্যবস্থা করা জরুরী হয়ে পরেছে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সমাধান হিসেবে আমরা নির্দিষ্ট মাপের ১০১ টি স্টেইনলেস স্টিল পাত নিয়ে ৩ মিলিমিটার পুরুত্বের গ্যাস কিটের সাহায্যে পাতগুলোকে একত্র করে নাট দিয়ে সংযুক্ত করি। অত:পর পানি গাম ব্যবহার করি এবং পানির পাত্রের সাহয্যে পানির সরবরাহ ঠিক রাখি। অত:পর তাহাতে বিদ্যুত প্রবাহ চালনা করে হাইড্রজেন গ্যাস উৎপন্ন করি এবং তা গ্যাস সিলিন্ডারে জমা করে চুলার সাহায্যে রান্নার কাজে ব্যবহার করি।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>