<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">কৃষিপ্রধান দেশের কৃষিজাত দ্রব্যের প্রধান সমস্যা কৃষি পণ্য সংরক্ষণ । মৌসুমি ফলগুলি পচনশীল তাই মৌসুম শেষে আর পাওয়া যায় না , আর প্রচলিত প্রদ্ধতিতে সংরক্ষন ব্যয়বহুল । তাই কৃষকদের আগ্রহ কম । আমাদের দেশে ড্রাই ফুডের চাহিদা থাকলেও প্রচলন কম এর প্রধান কারন ফুড-ডিহাইড্রেটর অনেক ব্যয়বহুল</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">আমদের এডভান্সড ডিজিটাল ফুড ডিহাইড্রেটরটি দেশে ড্রাই ফুডের চাহিদা বৃদ্ধি করবে এর প্রধান কারন এর দাম প্রচলিত ফুড-ডিহাইড্রেটরের তুলনাই অনেক কম । এর পরিচালনা প্রদ্ধতি খুবই সহজ তাই এটা যে কেউ পরিচালনা করতে পারবে । এডভান্সড ডিজিটাল ফুড ডিহাইড্রেটরটির মাধ্যমে দেশের পচনশীল মৌসুমি ফলগুলির উপযোগ বৃদ্ধি পাবে । দেশের কৃষক লাভবান হবে ও সর্বসাধারন ভেজালমুক্ত খাবার খাবে ।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>