প্রকল্প সমূহ

অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে বহিঃবিভাগে সেবাগ্রহণ পদ্ধতি অবহিতকরণ
“শহরের নিরক্ষর শ্রমজীবী মানুষের জন্য সাক্ষরতা কর্মসূচী”

শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন সুবিধা উন্নতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

পরিচ্ছন্ন কর্মীদের কাজের প্রতি অবহেলা ও ফাঁকি দেওয়ার কারণে ওয়াশ রুম প্রয়োজন মাফিক পরিষ্কার করা হয় না। শিক্ষার্থীদের অসচেতনতা কারণে ওয়াশ রুম যথাযথভাবে ব্যবহার না হওয়ার কারণে দ্রুত নোংরা হয় । ওয়াশ রুমের উপকরণসমূহের অপব্যবহারের কারণে ওয়াশ রুম মানসম্মত ভাবে পরিষ্কার রাখা যায় না। এসব কারণে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক ভাবে স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় । ফলে শিক্ষার্থীর প্রতিষ্ঠানে উপস্থিতির হার কমে আসে।

Ø স্যানিটেশন পদ্ধতি স্বাস্থ্য সম্মত ও উন্নীত করণে প্রতিসপ্তাহে একটি সচেতনতা মূলক সভা অনুষ্ঠানের মাধ্যমে স্যানিটেশন ডে পালন করা; Ø বিকল্প পাদুকা ব্যবহারের মাধ্যমে ওয়াশ রুম পরিষ্কার রাখা; Ø বিভিন্ন উপকরণ ব্যবহার করে ওয়াশ রুম পরিষ্কার ও স্বাস্থ্য সম্মত রাখার ব্যবস্থা করা; Ø ওয়াশ রুম ড্রায়ারের মাধ্যমে সর্বদা শুষ্ক রাখা; Ø ওডোনিল, তোয়ালে ও টিস্যু ব্যবহারের মাধ্যমে সু-স্বাস্থ্য সু নিশ্চিত করা হবে; Ø ভিজিল্যান্স টিমের মাধ্যমে ওয়াশ রুম পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রতিবেদন প্রদান করা; Ø সচেতনতানমূলক পোষ্টার, ব্যানার, ফেস্টুন , লিফলেট, স্টীকার ব্যবহার করা; Ø অভিভাবক সমাবেশে বিষয়টি আলোচনা করা যাতে তাদের সন্তানদেরকে ওয়াশ রুম সঠিক ভাবে ব্যবহারে উদ্বুদ্ধ করেন;