গৃহ নির্মাণ অগ্রিম প্রাপ্তিতে প্রথমেই দলিল সংগ্রহ করতে গিয়ে অর্থের বিনিময়ে বায়না দলিল সংগ্রহ করা হয়। এছাড়াও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে অনেক সময় ব্যয় হয়। এছাড়াও বিভিন্ন সময়ে কাগজপত্র যথাসময়ে প্রেরণ করতে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হতে হয়। এতে তার নিজের কর্মঘন্টা, অর্থ ও সময়ের অপচয় হয়। আবার ঋণ ২ কিস্তিতে দেয়ার কারণে একই পরিশ্রম দুইবার করতে হয়। অনেক ক্ষেত্রে চেক প্রাপ্তিতে অর্থের প্রয়োজন হয়।
• নিজ অফিসে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। • On Line -এ নির্ধারিত ফরমে আবেদন। • নিজ অফিসে যাচাই বাছাই পূর্বক অফিস প্রধানের নিকট উপস্থাপন। • প্রস্তাবটি অনুমোদন হলে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট প্রেরণ। • ঋণের সম্পূর্ণ অর্থ ইএফটি এর মাধ্যমে প্রদান।