প্রকল্প সমূহ

“Aircraft Maintenance Monitoring System (AMMS)”
“মৃত্যুদাবী পরিশোধ সহজীকরণ”

“Q-Doctor Appointment”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বর্তমানে সেবাগ্রহীতা বিশেষজ্ঞ সেবার সঠিক এবং সম্পূর্ণ তথ্য না জেনে স্ব-শরীরে হাসপাতালে আসেন এবং কাঙ্ক্ষিত বিভাগে অভ্যর্থনাকারীর নিকট নাম নিবন্ধন করেন । সু-দীর্ঘ সময় নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করেন । অনেকক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি, জরুরি রোগীর আগমন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কর্মস্থল ত্যাগ এবং এ জাতীয় অন্যান্য কর্মকান্ডের জন্য অপেক্ষার সময় আরও বৃদ্ধি পায় । ক্ষেত্রবিশেষে কাঙ্ক্ষিত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার দরুন সেবাগ্রহীতাকে পুনরায় আসতে হয় এবং প্রক্রিয়া প্রথম থেকে শুরু করতে হয় । এতে করে একজন সেবাগ্রহীতার নিজস্ব কর্মঘন্টা নষ্ট, আর্থিক ক্ষতি, সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ার দরুন শারীরিক অবস্থার অবনতি এবং বারংবার আসার বিড়ম্বনায় পরতে হয় । অন্যদিকে সেবাপ্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকের অধিক পরিমাণ রোগী অল্প সময়ে দেখতে হয় যাতে করে চিকিৎসা সেবার মানের অবনতি হয় ।

একটি মোবাইল অ্যাপস তৈরি করবো যা গুগল প্লে স্টোরে সন্নিবেশ করবো এবং যে কেউ খুব সহজে অ্যাপসটি ডাউনলোড করতে পারবে । অ্যাপসটিতে সাধারণ নির্দেশাবলি এবং লগ-ইন করার সময় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকবে । একজন সেবাগ্রহীতা নিম্নে বর্ণিত তথ্যাগুলি সংযোজন করবেন এবং পরবর্তীতে বাকি প্রক্রিয়াটি অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে ।