আই সি টি প্রশিক্ষণের জন্য বিদ্যামান প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভিন্ন সুপারিশ ও UITRCE এর থেকে প্রতিষ্ঠানের দূরত্ব জনিত কারনে সরাসরি শিক্ষকগনের সাথে যোগাযোগ করে প্রশিক্ষাণার্থী নির্বাচন করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষকদের প্রয়োজনীয় সঠিক তথ্য যথাসময়ে না দেয়ায় প্রশিক্ষাণার্থীদের দক্ষতা, চাকুরীর বয়স এভং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় রেখে উপযুক্ত প্রশিক্ষাণার্থী নির্বাচন করা সম্ভব হয়না। ফলে প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্থ হয়।
ü সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে ইমেইল, ফোন নাম্বার সংগ্রহ করে পরবর্তীতে এ সকল মাধ্যম ব্যবহার করে শিক্ষকদের তথ্য আদান-প্রদান করতে উদ্ধুদ্ধ হবে। এক্ষেত্রে UITRCE এর ওয়েবসাইট নিয়মিত হালনাগাদকরণ এবং শিক্ষকদের নিয়মিত ভাবে ভিজিট করার আহবান। ü প্রাপ্ত তথ্য থেকে শিক্ষকদের তালিকা প্রস্তুত ও পূর্বের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সাথে সমন্বয় করে ব্যাচ ভিত্তিক প্রশিক্ষণার্থী নির্বাচন। ü নির্বাচিত প্রশিক্ষণার্থীদের এসএমএস, ইমেইল এবং UITRCE এর ওয়েবসাইটের মাধ্যমে অবহিতকরণ ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহন নিশ্চিতকরণ। ü প্রশিক্ষণ কার্যক্রম ব্যাচ অনুযায়ী সম্পন্নকরণ এবং পূর্বের প্রস্তুতকৃত প্রশিক্ষণার্থীদের তালিকা হালনাগাদকরণ।