প্রকল্প সমূহ

“স্বাস্থ্য সেবায় ‘ই’ টিকেট”
“ICT Training- এ উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন”

“প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগে কার্যকরী ফলোআপ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• যথাযথ আই সি টি প্রশিক্ষণ প্রাপ্তির পরও শিক্ষকগণ ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা না করে গতানুগতিক ধারায় ক্লাস পরিচালনা করে যাচ্ছেন। • ফলে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ ব্যহত হচ্ছে। শিক্ষার্থীরা গুণগত পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। • তদারকি না থাকায় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ব্যহত হচ্ছে,প্রশিক্ষণের অর্থের অপচয় ঘটছে। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ব্যাহত হচ্ছে।

১। প্রতিষ্ঠান ভিত্তিক ফলোআপের জন্য ফোকাল পার্সন নির্ধারণ করে দেওয়া । ২। প্রতিষ্ঠান ভিত্তিক ফলোআপ ক্যালেন্ডার তৈরী করা । ৩।ফলোআপের জন্য একটি কার্যকরী নির্দেশিকা প্রস্তুতকরণ । ৪। প্রতিষ্ঠান ভিত্তিক ব্যক্তিকে Basic Hardware Training প্রদান, যাতে ফলোআপকালীন প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল থাকে। ৫। ICT এর প্রতি অনীহা দূরীকরণে- • অনুপ্রেরণা প্রদান • তাৎক্ষণিক সেবা প্রদান। ৬। ফলোআপ কার্যক্রম তদারকি করার জন্য মোবাইল এ্যাপস প্রস্তুতকরণ। ৭। ফলোআপকারীদের কাজের মূল্যায়ন ও সেরা ফলোআপকারীকে স্বীকৃতি প্রদান। ৮। ফলোআপ কার্যক্রমকে অর্থবহ করার জন্য প্রশাসনিক অনুমোদনের উদ্যোগ গ্রহণ।