প্রকল্প সমূহ

ওয়্যারলেস পাম্প কন্ট্রোলার তৈরি এবং উদ্যোক্তা টিম গঠন
English Teaching Development Forum (ETDF).

আলোর ভূবন (বিদ্যালয় পর্যায়ে লাইব্রেরী প্রতিষ্ঠা)


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বিদ্যালয় পর্যায়ে পাঠাগার না থাকায় নির্ধারিত পাঠ্য পুস্তকের বাহিরে বই পড়ার অনুকূল পরিবেশ গড়ে উঠেনা, বিধায় পাঠাভ্যাস সৃষ্টি হয়না।

• বিদ্যালয় ও কক্ষ নির্বাচন। • SMC,PTA ও শিক্ষকদের অবহিতকরণ। • স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও অনুমতি গ্রহণ। • তহবিল সংগ্রহ। • বুক সেলফ, বই ও আনুসাঙ্গিক উপকরণ সংগ্রহ। • ধরণ অনুযায়ী বইয়ের তালিকাকরণ। • সদস্য ফরম পূরণ। • পড়ার সময় ও দিন নির্ধারন। • বই সংগ্রহ ও পড়ার নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অভিতকরণ।