প্রকল্প সমূহ

আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিক্রয় সেবা প্রদান
ম্যানুয়াল পদ্ধতির স্থলে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা

“Waste Management for Better Life”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

Ø পাওয়ার প্ল্যান্ট ও আবাসিক এলাকার জমা হওয়া ময়লা ক্যাটাগরী অস্থায়ী আলাদা করার ব্যবস্থা নাই। Ø পচনশীল বর্জ সমূহ যত্রতত্র ডাম্পিং করা হয়, ফলে সেগুলো পচে পরিবেশ দূষিত হয়। Ø বেশিরভাগ বর্জ নদীতে ফেলা হয়। ফলে পাম্পের মাধ্যমে অপচনশীল বর্জ সমূহ পূনরায় ফিরে আসে এবং প্ল্যান্ট পরিচালনায় বিঘ্ন ঘটে। Ø জলাবদ্ধতার সৃষ্টি হয়। Ø ইনসিনারেটর এর মাধ্যমে অপচনশীল বর্জ সমূহের স্থায়ী ব্যবস্থাপনা না থাকায় দীর্ঘমেয়াদী দূষণ সৃষ্টি হয় ও প্ল্যান্ট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি।

Ø কালার কোড ব্যবহার করে আলাদা আলাদা ডাস্টবিন এর মাধ্যমে বর্জ সমূহকে বিভিন্ন ক্যাটাগরীতে ভাগ করা। Ø প্রশিক্ষিত জনবল দ্বারা বিভিন্ন ডাস্টবিন থেকে বর্জ সংগ্রহ করে পরিশোধন এলাকায় নেয়া। Ø পুনঃ ব্যবহার যোগ্য বর্জ সংশ্লিষ্ট পক্ষের কাছে বিক্রয়/হস্তান্তর করা। Ø পচনশীল বর্জ দিয়ে জৈব সার তৈরী করা। Ø অপচনশীল /কঠিন বর্জ সমূহকে ইনসিনারেটর এর মাধ্যমে পুড়ানো। Ø কর্মকর্তা/কর্মচারী এবং আবাসিক এলাকার বাসিন্দাদের /লিফলেট/সেমিনারের নোটিশ মাধ্যমে সচেতন করা।