আইসিবির ইনভেস্টরস্ স্কীমের অধীনে পরিচালিত সংশ্লিষ্ট বিনিয়োগকারীগণ সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ে ক্রয়ক্ষমতা ও পত্রকোষস্থ শেয়ারের অবস্থান সর্ম্পকে না জানা, KYC হালনাগাদ না থাকা, স্বাক্ষর সত্যায়নে সময় ক্ষেপণ এবং সঠিকভাবে পূরণকৃত ফরম সংশ্লিষ্ট ডেস্কে জমা না দেয়ার প্রেক্ষিতে দ্রুত ও সঠিক সময়ে নিম্নমূল্যে সিকিউরিটিজ ক্রয় ও উচ্চ মূল্যে বিক্রয় করতে না পারার কারণে সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
• সুবিধা গ্রহণে আগ্রহী বিনিয়োগ হিসাবধারী একটি আবেদন ফরম সংগ্রহ করবেন। • তিনি তার KYC তথ্য সহ আবেদন ফরমটি পূরণ করবেন এবং উক্ত ফরমে এই মর্মে অঙ্গীকার করবেন যে, ফরমে উল্লিখিত মোবাইল নম্বর এর মাধ্যমে তিনি সেবাটি পেতে চান। • ফরমটি যাচাইপূর্বক উক্ত হিসাব নম্বর ও সংশ্লিষ্ট মোবাইল নম্বর-এর ডাটাবেজ তৈরি করা হবে। • একটি SMS এর মাধ্যমে তাকে কোন নম্বরে এবং কিভাবে আদেশ প্রদান করতে হবে, তা জানানো হবে। • পরবর্তীতে তিনি ক্রয়/বিক্রয় আদেশ SMS করলে তার হিসাব নম্বর এবং মোবাইল নম্বর ডাটাবেজ যাচাই করা হবে। • প্রদত্ত SMS এর তথ্য যথাযথ হলে ডাটাবেজ আদেশ ইনপুট দেয়া হবে নতুবা তাকে SMS দিয়ে ভুলগুলো জানিয়ে দেয়া হবে। • আদেশ ইনপুট দেয়ার পর একটি SMS এর মাধ্যমে তাকে জানানো হবে এবং পরবর্তীতে ক্রয়/বিক্রয় নিশ্চিতকরণ তথ্য ও তাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।