Ø নায়েমে প্রশিক্ষণার্থীদের রেজিষ্ট্রেশন ফরম বর্তমানে হাতে লিখে পূরণ করা হয়। এতে করে নির্দিষ্ট কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর সংখ্যা আগে থেকে জানা যায় না। ফলে কোন কোন কোর্সে প্রশিক্ষণার্থীর সংখ্যা কম থাকায় সরকারি অর্থের অপচয় হয় এবং আগ্রহী প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হয় ।
Ø প্রশিক্ষণে আসার ২ সপ্তাহ পূর্বেই প্রশিক্ষণার্থীগণ অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন। Ø প্রাপ্ত রেজিষ্ট্রেশনের ভিত্তিতে প্রশিক্ষণার্থীর সংখ্যা আগেই জানা যাবে। Ø নির্ধারিত সংখ্যক প্রশিক্ষণার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে রেজিষ্ট্রেশন বন্ধ করা হবে। Ø রেজিষ্ট্রেশনকারী প্রশিক্ষণার্থীদের তালিকা নায়েমের ওয়েবসাইটে দেয়া হবে Ø প্রশিক্ষণার্থীদের ই-মেইলের মাধ্যমে তাদের সিলেকশন নিশ্চিত করা হবে। Ø অংশগ্রহণকারীদের তালিকা কোর্স ব্রশিউরে অন্তর্ভুক্ত হবে এবং আনুষঙ্গিক কাজসমূহ কোর্সশুরুর আগে সম্পন্ন করা সম্ভব হবে।