ম্যানুয়ালি দাখিল করলে একাধিকবার ঢাকায় আসতে হয় । খরচ বেশি হয় এবং সময় বেশি লাগে । ম্যানুয়াল পদ্ধতিতে করা অফিসিয়াল ধাপ বেশি ।
Ø অনলাইনে আবেদন গ্রহণ; Ø তদন্ত কর্মকর্তার সাথে ই-মেইল বা ই-ফাইলিং যোগাযোগ ও পত্র আদান প্রদান; Ø তদন্ত প্তিবেদন ই-মেইলে প্রেরণ; Ø কম ধাপে প্রতিবেদন অনুমোদন; Ø প্রতিবেদনের আলোকে দ্রুত কার্যক্রম গ্রহণ;