প্রকল্প সমূহ

“মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা প্রদান”
মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিতকরণ

কেন্দ্রীয় ভাবে বেতন/ভাতা প্রদান সিস্টেম


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বর্তমানে বিদ্যমান ৬০টি শাখা অফিসের ৬০ জন কর্মকর্তাকে ৬ ঘণ্টা করে সর্বমোট ৩৬০ কর্মঘন্টা ব্যয় করতে হয় বেতন/ভাতা/বিল তৈরী করতে। প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীকে স্টেশন পরিবর্তন হলে নতুন ব্যাংক একাউন্ট খুলতে হয়। অন্যদিকে কর্তন বিবরণী পোস্টিং প্রদানে দীর্ঘসূত্রীতা সৃষ্টি হয়। ফলে অনেক কর্মঘন্টা নষ্ট হয়। কর্পোরেশনের মূল সেবা প্রদান ব্যাহত হয়।

কেন্দ্রীয় ভাবে ১/২ জন কর্মকর্তা ৬০ টি শাখা অফিস, ১৪ টি আঞ্চলিক অফিস ও ১০ টি জোনাল অফিসে কর্মরত সকলের বেতন-ভাতা, বোনাস প্রদান ও বিবরণী কার্যক্রম সম্পাদন করবেন। এজন্য কেন্দ্রীয় ভাবে ডাটাবেজ তৈরি ও সার্কুলার।/অফিস আদেশের কপি তিনি সংরক্ষণ করবেন। সমগ্র চাকুরী জীবনে একজন কর্মকর্তার একটাই অনলাইন ব্যাংক একাউন্ট থাকবে। এতে করে বেতন পাবার সাথে সাথে তার মোবাইলে এসএমএস যাবে। এজন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। বেতন-ভাতা-প্রদান পরবর্তী সংশ্লিষ্ট সকল অফিসে সবার পে- স্লিপ ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে। ফলে শাখা অফিসে এ সংক্রান্ত কোন কাজ করতে হবে না।ফলে কর্মঘন্টার সাশ্রয় হবে।