Audited Financial statement ম্যানুয়াল হওয়ার কারণে যেকনো তথ্য পেতে সময় সাপেক্ষ ব্যাপার । তাছাড়া বিভিন্ন খরচের ক্ষেত্রে বেসরকারী বিশ্ববিদ্যালয় সরকারী আর্থিক বিধানবলি না থেকে ব্যয় করে থাকে । তাই বিভিন্ন সামগ্রীর ব্যয় এর বোর্ড আয় ট্রাস্টিজের ব্যয় যথেসাপেক্ষ ভাবে করা হয়। এটা সময় সাপেক্ষ এর বিভিন্ন অপ্রয়োজনীয় জনশক্তির ব্যবহার হয়ে থাকে। শুধুমাত্র প্রফেশনাল ব্যক্তিই এর ফরম এর আবজারভেশন সমূহ উপেক্ষিত হয়ে থাকে। সর্বোপরি আর্থিক তথ্য সমূহ সঠিকভাবে এনালাইজ করা যায় না ।
• অনলাইন ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তার আর্থিক হিসাব প্রস্তুত করবে। যার ফলে বিভিন্ন আর্থিক বিষয় শৃংখলা বহির্ভূত কাজ রহিত করা যাবে অটোমেটি ক্যালি, অতঃপর তা ডাউনলোড করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নথি অডিট ফরম দ্বারা অডিট নিষ্পন্ন পূর্বক ইউজিসি ও শিক্ষা মন্ত্রনালয়ে প্রেরণ করবে ।