প্রকল্প সমূহ

পণ্য/মালামাল সরবরাহ সহজীকরণ
প্রশিক্ষণ প্রাপ্তদের লিংকেজের মাধ্যমে স্বাবলম্বী করা

ভাষা যাদুঘর জনপ্রিয়করণে প্রচার


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• প্রচারের অভাবেই ভাষা যাদুঘর ও এর অবস্থান সম্পর্কে কম মানুষই অবগত; • সরকারী ছুটি তথা স্কুল/কলেজ/দপ্তর ছুটির দিনে যাদুঘরও বন্ধ থাকে; • অফিস সময়ের পরে যাদুঘর খোলা না থাকা; • আগত দর্শকদের জন্য কোন ক্যান্টিন/ক্যাফেটেরিয়া চালু না থাকা;

• স্কুল/কলেজ/দপ্তর ছুটির দিনেও যাদুঘর খোলা রাখার ব্যবস্থা করা হবে; • অফিস সময়ের পরেও ২ ঘণ্টা যাদুঘর খোলা রাখা হবে; • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত লিফলেট/প্যাম্ফলেট বিতরণ করা হবে; • ইনস্টিটিউটের ক্যাফেটেরিয়ায় আগত দর্শকদের জন্য নাস্তা/স্ন্যাকস খাওয়ার ব্যবস্থা থাকতে হবে; • যাদুঘর যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ ক্যাফেটেরিয়া খোলা থাকবে; • ছুটির দিন বা অতিরিক্ত সময়ে কাজের জন্য আলাদা লোক নিয়োগ দেয়া হবে অথবা ওভারটাইমিং এর জন্য বাড়তি পেমেন্ট দিতে হবে; • যাদুঘরে প্রদর্শনের জন্য রক্ষিত বিষয়বস্তু সংক্রান্ত পুস্তিকা প্রকাশ; • জাদুঘরে আগত বিদেশী দর্শকদের পরিদর্শনের সুবিধার্থে কিউরেটর ও জাদুঘর সহকারীদের বিদেশী ভাষা প্রশিক্ষণ প্রদান; • বিভিন্ন দেশের পরিদর্শদের সাথে তাদের ভাষায় যোগাযোগ যাবে;