প্রকল্প সমূহ

সমবায় সমিতির হিসাব সংরক্ষণ পদ্ধতি ও অডিট কার্যক্রম সহজীকরণ।
প্যাকেজ ভিত্তিক প্রশিক্ষণ সেবা সহজীকরণ ও মানোন্নয়ন।

প্যাকেজ ভিত্তিক প্রশিক্ষণ সেবা সহজীকরণ ও মানোন্নয়ন।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

 চাষীদের ডাটাবেজ না থাকা, প্রশিক্ষণ সময়সূচী সংক্রান্ত তথ্য না জানা এবং চাহিদা মাফিক প্রশিক্ষণের বিষয়বস্তু (প্রযুক্তি) নির্ধারিত না থাকায় মৎস্য চাষীগণকে প্রশিক্ষণ পেতে কয়েকবার অফিসে আসা যাওয়া করতে হয়। ফলশ্রুতিতে চাষীরা প্রযুক্তিভিত্তিক গুণগত মান সম্পন্ন প্রশিক্ষণ সেবা থেকে বঞ্চিত হয়। সময় ও আর্থিক অপচয় সহ কাঙ্ক্ষিত উৎপাদন ব্যহত হয়।

 আইডিয়া বাস্তবায়নের জন্য প্রথমে অফিসের সকলকে ও সংশ্লিষ্টদের বিষয়টি অবহিতকরন টিম গঠন করতে হবে এবং দায়িত্ব বণ্টন করতে হবে। উপজেলার বিভিন্ন পর্যায়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে হবে এবং সুনির্দিষ্ট নিবন্ধন ফরম প্রণয়ন করে মৎস্য বিভাগের লিফ, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার মাধ্যমে সরবরাহ করতে হবে। নিবন্ধন ফরম পূরণের পর যাচাই বাছাইকরে প্রকৃত মৎস্য চাষীদের ডাটাবেইজ তৈরি করতে হবে ।  নিবন্ধন ফরমের তথ্যাদি সঠিক হলে তা মোবাইলে কল/এসএমএস/ ই-মেইলের মাধ্যমে চাষীকে জানানো হবে। অসম্পূর্ন নিবন্ধন ফরম বাতিল হবে এবং ভুল সংশোধনের সুযোগ থাকবে।  প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞতা বিনিময় অন্তভূর্ক্ত করা হবে।