বিগত ২০ বছরে কৃষি জমি কমছে ৫০ লাখ একর। অপরিকল্পিত বসতি স্থাপনা, নগরায়ন এর কারণে প্রতদিন গড়ে ২২০ একর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। বেশিরভাগ নদনদী নাব্য হারিয়েছে এবং ভূগর্ভস্থ পানিরতল ক্রমেই ন নীচে নেমে যাচ্ছে। কৃষি জমিতে জৈব পদার্থের পরিমাণ আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে।
উচ্চ ফসনশীল ফসলের জাত এর আবাদ বৃদ্ধি; জলবায়ুর পরিবর্তন জনিত ঘাত্রের (খরা,লবনাক্ততা, বন্যা,ক্ষারত্ব) প্রতি অসংবেদনশীল বা সংবেদনশীল জাতের আবাদ বৃদ্ধি; উচ্চ পুষ্টিমান সম্পন্ন দ্রব্যাদি উৎপাদন (যেমন- উচ্চ ভিটামিন এ ও আয়রন সমৃদ্ধ গোল্ডেন রাইস) কম রাসায়নিক সার, বালাইনাশক ও কৃষি রাসায়নিক সার নির্ভর নয় এমন কাঙ্ক্ষিত জাত প্রচার; নানারকম গুরুত্ব পূর্ণ ও নতুন রাসায়নিক দ্রব্যাদি (যেমন- এন্টিবায়োটিক, হরমোন ইত্যাদি) উদ্ভিদ ও প্রাণীদেহে বানিজ্যিক ভাবে উৎপাদন; দূষিত পরিবেশ (যেমন- ভূমি, জলাশয়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা) দ্বারে সক্ষম অনুজীবের সৃষ্টি এবং এদের প্রয়োগ; বায়োটেকনোলোজির সাহায্য নেয়া;