উপগ্রহ উপাত্ত সংগ্রহের জন্য আবেদনকারীকে অফিসে এসে আবেদনপত্র জমা দিতে হয় এবং দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করার পর অনুমোদিত হলে আবেদনকারীকে স্ব-শরীরে এসে উপগ্রহ উপাত্ত সংগ্রহ করতে হয়। এছাড়া উপাত্তের প্রাপ্যতা ও মূল্য সংক্রান্ত তথ্য আদান প্রদান এবং মূল্য পরিশোধের জন্য আবেদন কারীকে অফিসে আসতে হয়। ফলে কাঙ্ক্ষিত সময়ে উপাত্ত গ্রহণ ব্যর্থ হয় । এতে সেবা গ্রহণকারীর ভোগান্তি হয়।
ডিজিটাল পদ্ধতিতে উপাত্ত সরবরাহ করার জন্য ইউজার সার্ভিসের ডাটা সুবিন্যস্ত করা, ই-ডাটা ইনভেনটরি ডাটাবেইজ তৈরি করা; FTP সার্ভার স্থাপন, অনলাইনে আবেদনের ট্যামপ্লেট তৈরি করা, উপাত্তের প্রাপ্যতা ও মূল্য নির্ধারণ পদ্ধতি অনলাইনে সংযোজন সহ অবকাঠামোগত কার্যক্রম সমূহ সুনিশ্চিত করা হলে প্রসেস ম্যাপ অনুযায়ী আইডিয়াটি বাস্তবায়ন করা সম্ভব হবে; যার প্রেক্ষিতে ডিজিটাল সিষ্টেম সংযোজনের মাধ্যমে স্বল্প সময় ও স্বল্প খরচে সহজে সেবা গ্রহনকারীকে সেবা প্রদান করা যাবে।