প্রকল্প সমূহ

প্রশিক্ষণ বিকেন্দ্রীকরণ, সহজীকরণ ও প্রশিক্ষনোত্তর ঋণ সহায়তা ও সচেতনতার মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন।
“ডিজিটাল পদ্ধতিতে উপগ্রহ উপাত্ত সরবরাহ”

“ডিজিটাল পদ্ধতিতে উপগ্রহ উপাত্ত সরবরাহ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

উপগ্রহ উপাত্ত সংগ্রহের জন্য আবেদনকারীকে অফিসে এসে আবেদনপত্র জমা দিতে হয় এবং দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করার পর অনুমোদিত হলে আবেদনকারীকে স্ব-শরীরে এসে উপগ্রহ উপাত্ত সংগ্রহ করতে হয়। এছাড়া উপাত্তের প্রাপ্যতা ও মূল্য সংক্রান্ত তথ্য আদান প্রদান এবং মূল্য পরিশোধের জন্য আবেদন কারীকে অফিসে আসতে হয়। ফলে কাঙ্ক্ষিত সময়ে উপাত্ত গ্রহণ ব্যর্থ হয় । এতে সেবা গ্রহণকারীর ভোগান্তি হয়।

 ডিজিটাল পদ্ধতিতে উপাত্ত সরবরাহ করার জন্য ইউজার সার্ভিসের ডাটা সুবিন্যস্ত করা, ই-ডাটা ইনভেনটরি ডাটাবেইজ তৈরি করা; FTP সার্ভার স্থাপন, অনলাইনে আবেদনের ট্যামপ্লেট তৈরি করা, উপাত্তের প্রাপ্যতা ও মূল্য নির্ধারণ পদ্ধতি অনলাইনে সংযোজন সহ অবকাঠামোগত কার্যক্রম সমূহ সুনিশ্চিত করা হলে প্রসেস ম্যাপ অনুযায়ী আইডিয়াটি বাস্তবায়ন করা সম্ভব হবে; যার প্রেক্ষিতে ডিজিটাল সিষ্টেম সংযোজনের মাধ্যমে স্বল্প সময় ও স্বল্প খরচে সহজে সেবা গ্রহনকারীকে সেবা প্রদান করা যাবে।