প্রকল্প সমূহ

ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস/ সতর্কবার্তা প্রদান
“ঋণ বিতরণ, সঠিক ব্যবহার ও যথা সময়ে আদায় “

গবাদিপশু ও পাখির টিকাবীজ সরবারহ পদ্ধতি আধুনিকায়ন।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রতিটি জেলা থেকে ২/৩ জন ভ্যাকসিন গ্রহণকারী LRI মহাখালীতে আসতে হয় বিধায় দাপ্তরিক কর্মকান্ডে বিঘ্ন ঘটে। উৎপাদিত টিকাবীজের মজুদের সম-সাময়িক তথ্য জেলা প্রানিসম্পদ কর্মকর্তা জানতে পারেন না। বিধায় কখনও কখনও টিকাবীজ গ্রহণকারীকে ঢাকায় আসার পরও ভ্যাকসিন না নিয়েই অথবা চাহিদার তুলনায় কম পরিমাণ ভ্যাকসিন গ্রহণ করে ফেরত যেতে হয় ফলে শ্রম ও অর্থের অপচয়সহ জনগণ তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। বিদ্যমান ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিনিধি কর্তৃক টিকা গ্রহণের পর থার্মোফ্লাস্কে বরফসহ প্রাইভেট পরিবহনে স্থানান্তর করা হয়। একাধিক থার্মোফ্লাস্ক থাকার কারণে ভ্রমনে কষ্ট সহ ব্যয় বৃদ্ধি পায়। কোন কোন ক্ষেত্রে ভ্যাকসিনের ভায়াল/বোতল বিনষ্ট হয়। টিকার গুণগত মান অক্ষুন্ন রাখা সম্ভব হয় না বিধায় টিকা প্রয়োগের পরও রোগের প্রার্দুভাব দেখা দেয়। উৎপাদন ব্যহত হয় এবং কোন কোন ক্ষেত্রে গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির মৃত্যু ঘটে।

একটি অনলাইন ওয়েব পোর্টাল তৈরি করা হবে সেখানে টিকার ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, উৎপাদন ও মজুদ সংক্রান্ত তথ্য এবং চাহিদা প্রদানের ফরমেট করা থাকবে। সংশ্লিষ্ট জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ওয়েব পোর্টাল-এ লগ-ইন পূর্বক চাহিদামাপিক তথ্য প্রদান করত স্বয়ংক্রিয়ভাবে একটি ইউজার আইডি পাবেন। মজুদের তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট DLO ভ্যাকসিন এর চাহিদা প্রেরণ করতে পারবেন। চাহিদা প্রেরণের পর পরিচালক LRI মহোদয় কর্তৃক সংশ্লিষ্ট শাখা প্রধানগণ নোটিফিকেশন বার-এ চাহিদার বিষয়ে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ওয়েব প্লাটফর্ম এ শাখা প্রধান কর্তৃক বরাদ্দ ইনপুট দেয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দের ভিত্তিতে মজুদ থেকে Deduction করে মজুদ আপডেট করবেন। কুল ভ্যান এর মাধ্যমে জেলায় ভ্যাকসিন পাঠানো হবে। এ ক্ষেত্রে আশে-পাশের জেলা গুলোকে বিবেচনায় রেখে কুল ভ্যান পাঠানো হবে।