দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন ধরনের কাভারেজের বাইরে থাকার কারণে। সচেতনতার অভাবে ইন্টারনেট সংযোগ, স্মার্ট ফোন না থাকার কারণে টেলিভিশনে আবহাওয়া বার্তা একটি নির্দিষ্ট সময়ে প্রচার না হওয়ার কারণে- জনগনের কাছে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস/সতর্কতা পৌছায় না ফলে মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতি সাধিত হয় এবং যা দেশের আর্থ সামাজিক উন্নয়রনাকে বাধাগ্রস্ত করে।
ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস/ সতর্কবার্তা প্রদানের জন্য- বিদ্যমান ওয়েব পেজে-এ কিছু modification এর মাধ্যমে একটি Browser based system developed করা হবে। এরপর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে নির্দিষ্ট Format -এ উক্ত Interface তথ্য আপলোড করা হবে। উক্ত তথ্য UDC(ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্র) প্রান্তে প্রদর্শনের জন্য USB Modem এর মাধ্যমে ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার ও Large screen এর মাধ্যমে প্রদর্শিত হবে। দুর্যোগপূর্ন আবহাওয়ার ক্ষেত্রে UDC এর উদ্যোক্তা উক্ত ইউনিয়নের বিভিন্ন স্কুল এর প্রধান শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, চেয়ারম্যান ও মেম্বার বা সমাজের প্রভাবশালী ব্যক্তিদের উক্ত পূর্বাভাস mobile call এর মাধ্যমে অবহিত করবেন । এজন্য তাকে প্রতিমাসে ১০০০/-call charge দেওয়া হবে। Extreme এর event এর ক্ষেত্রে audio/ visual alarm এর মাধ্যমে UDC তে দৃষ্টি আকর্ষনের ব্যবস্থা থাকবে।