প্রকল্প সমূহ

জাতীয় গৃহায়ন কর্তৃপেক্ষর ফ্ল্যাট/প্লট বরাদ্দ সহজীকরণ
ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস/ সতর্কবার্তা প্রদান

রাজউক হোল্ডিং আইডি ডাটাবেজ এবং সবার জন্য তথ্য


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সনাতন নথি ব্যবস্থা এবং মধ্যসত্বভোগীর দৌড়াত্বের কারণে তথ্য সংগ্রহ , ব্যবস্থাপনায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিদ্যমান জটিলতার ফলে তথ্য সংগ্রহে সময়, ব্যয় ও যাতায়াত বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন হয়।

  হোল্ডিং আইডি ডাটাবেজ ও অনলাইনে একসেসের সফটওয়্যার প্রস্তুতকরণ। সেবাগ্রহিতাদের সেবা গ্রহণের জন্য বাধ্যতামূলকভাবে রেজিষ্টেশনের মাধ্যমে হোল্ডিং আইডি প্রদান। রাজউক কর্তৃক আইডি এর বিপরীতে ডাটাবেজে জমির মালিকানা প্রমাণক ও আনুসঙ্গিক কাগজাদি সংরক্ষণ। সেবাগ্রহিতাকর্তৃক হোল্ডিং আইডি দিয়ে অনলাইনে একসেস। আনুসঙ্গিক কাগজাদি/নোটিশ দর্শন ,তথ্য সংগ্রহ বা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ । রাজউক কর্তৃক আই ডি এর বিপরীতে প্রয়োজনীয় নোটিশ প্রদান।