প্রকল্প সমূহ

Hall Management System
“মৃত্যুদাবী পরিশোধ সহজীকরণ”

“মৃত্যুদাবী পরিশোধ সহজীকরণ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

জীবন বীমা কর্পোরেশনে ১ম বর্ষ, ২য় বর্ষ এবং দূর্ঘটনাজনিত মৃত্যুদাবী পরিশোধে ধীরগতি পরিলক্ষিত হয় । নমিনি কর্তৃক মৃত্যু সংবাদ অফিসে পৌছালে অফিস হতে দাবিপত্র, চিকিৎসকের বিবৃতিপত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য অথবা সনাক্তপত্র ইউনিয়ন পরিষদ/ ওয়ার্ড কমিশনারের সনদ চাওয়া হয় । নমিনি কর্তৃক এই সমস্ত কাগজপত্র দাখিলের পর নথি দাবি কমিটিতে পেশ করা হয়। দাবি কমিটি তদন্তের প্রয়োজন না হলে মৃত্যুদাবী পরিশোধে সিদ্ধান্ত দেন । তদন্তের প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় । তদন্ত কর্মকর্তা অফিসের কাজের চাপে তদন্তের রিপোর্ট প্রদান করতে বিলম্ব করে । তদন্ত রিপোর্ট দাখিল করার পর দাবি কমিটি অনুমোদন করলে মৃত্যুদাবী প্রদান করা হয় । এভাবে মৃত্যুদাবী প্রদান করায় ৬ মাস- ১ বছর সময় লেগে যায় ।

 অ্যাপস তৈরী ।  অ্যাপসের মাধ্যমে নমিনির সাথে যোগাযোগ স্থাপন ।  নমিনির নিকট হতে কাগজপত্র সংগ্রহ ।  প্রয়োজনে তদন্ত।  তদন্ত রিপোর্ট দাবী কমিটিতে প্রেরণ করে অনুমোদনের পর মৃত্যুদাবী পরিশোধের ব্যবস্থা করা ।  নমিনিকে অনলাইনে অবহিতকরণ।