ম্যানুয়াল পদ্ধতিতে স্টক এবং রেজিস্টার মেইনটেইন করা। একই তথ্য বিভিন্ন রেজিস্টারে এন্ট্রি দেয়ার কারনে গ্রাহক সেবা বিলম্বিত। গ্রাহকের সময় এবং অর্থের অপচয়। ম্যানুয়াল ডাটা প্রদানের কারনে অধিকাংশ সময়েই ডিসপুট এর পরিমাণ বৃদ্ধি এবং রি-ইমবার্সমেন্ট বিলম্বিত । অসমন্বিত এন্ট্রির কারণে প্রধান কার্যালয়কে অতিরিক্ত সুদ প্রদান।
ইনভেনটরী বেইজড সঞ্চয়পত্র মডিউল ডেভেলপ করা এবং কোর ব্যাংকিং-এ যুক্ত করা। যার আর্কিটেকচারে প্রতিটি সঞ্চয়পত্রের পরিপূর্ণ লাইফ সাইকেল যেমন- ইনভেন্টরী থেকে ইস্যু, ট্রান্সফার, ক্লোজ ও সেটেলমেন্ট পর্যন্ত সিস্টেম অডিটসহ থাকা। স্বয়ংক্রিয়ভাবে আন্তঃশাখা লেন-দেন একাউন্টিং। কোন ধরনের আনরিকনসাইলড এন্ট্রি না থাকা। এসএমএস সার্ভিস চালু করা। ড্যাসবোর্ডের মাধ্যমে রিয়াল-টাইম মনিটরিং করা। সকল শাখার স্টক পজিশন অটো আপডেট রাখা গ্রাহক অভিযোগ এটেন্ড করা।