প্রকল্প সমূহ

Information Administration System.
Information Administration System.

Information Administration System.


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রতিষ্ঠানের ওয়েব সাইটে উক্ত প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য updated তথ্য না থাকায় গ্রাহক ক্ষেত্রবিশেষে ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও সমস্যার সম্মুখীন হন। ফলে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না এবং সেবা প্রাপ্তি ও সেবা প্রদান প্রক্রিয়া ব্যহত হয়।

• ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে একটি বিশেষ কর্ণার অথবা ট্যাব তৈরী করা, যেখানে প্রতিষ্ঠানের সকল তথ্য উপাত্ত, Article, সার্কুলার, ব্যাংকের নিজস্ব নীতিমালা ইত্যাদি সংগৃহীত হবে। • এক্ষেত্রে ওয়েবসাইট ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য ভিন্ন ট্যাব/কর্ণার তৈরী করা হবে। • নিরাপত্তার স্বার্থে PIN Code ব্যবহার করা যেতে পারে। • ট্যাব বা কর্ণারের মধ্যে Index অনুযায়ী প্রেরণ করেন ট্রেড, Index, credit Index, General Banking Index সার্কুলার সন্নিবেশিত থাকবে।